বড়দেশী মাদ্রাসার ঘাটলা টি ২০১৪ সালে তৈরী করা হয়েছে। এটি বড়দেশী আখেরীয়া মাদ্রাসার সামনে অবস্থিত আছে। এই ঘাটলা টি করা মাধ্যমে মাদ্রাসার কোমল মতি শিক্ষার্থীরা সুন্দর মত তাদের অজু গোসল সারতে পারেন। এলাকার জনগনরাও এই ঘাটলা তে অনেক উপকার পেয়ে থাকেন। দেখা যায় যে অনেক লোক প্রচন্ড গরমের মধ্যে এই ঘাটলাতে এসে একটু বিশ্রাম নেয়। নামাজ পড়তে আসা মানুষরাও এই ঘাটলাতে অজু করে থাকেন। ঘাটলা টি খুব সুন্দর। চারে পাশে ফলের গাছ গাছালি দিয়ে ঘেরা রয়েছে। ঘাটলাটি পুরোটাই টাইলস দিয়ে তৈরি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস