একনজরে আমিন বাজার ইউনিয়ন পরিষদ
০১।অফিসের অবস্থানঃ ইউনিয়ন পরিষদটি ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত। তুরাগ নদীর পশ্চিম পারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আমিন বাজারের মধ্যে নিজস্ব ০.২৫৬ একর জমির উপর নির্মিত দ্বিতল ভবনে অফিসটি অবসিহত। অফিসের দক্ষিনে পোষ্ট অফিসে বাকী তিন দিকেই বাজারের বিভিন্ন দোকান। উল্লেখ্য ভবনটি ০৫-০৩-১৯৯৮ তারিখ ৪ কক্ষ ও আনুসংগিক সুবিধাসহ পুনঃনির্মান করা হয়েছে। ইউনিয়নের উত্তরে বিরুলিয়া, দক্ষিনে ভাকুর্তা ও পশ্চিমে বনগ্রাম ইউপি এবং পূর্বে ঢাকা মহানগরীর মোট আয়তন ৪.২৩ বর্গমাইল।
০২ঃ সাধারন তথ্যাবলীঃ
১) অবস্থান ঃ আমিনবাজার, সাভার, ঢাকা।
২) আয়তন ঃ ৪.২৩ বর্গমাইল/২৭০৩ একর।
৩) মোট গ্রাম ঃ ১৭টি। মৌজা -৩টি। ক) বড় বড়দেশী খ) সালেপুর, গ) বেগুনবাড়ী।
৪) জনসংখ্যা ঃ ৩৫৬৬৯জন।
৫) শিক্ষা প্রতিষ্ঠান ঃ ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩টি
খ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৩টি
গ) উচ্চ বিদ্যালয় ১টি
ঘ) কলেজ ১টি
ঙ) কিন্ডার গার্ডেন ১২টি
চ) মাদ্রাসা ১০টি
৭) শিক্ষার হার ঃ ৪৬.৯৬%
৮) স্বাস্থ্য প্রতিষ্ঠান ঃ ক) ই.পি আই কেন্দ্র ২৪টি
খ) স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র ১টি
গ) স্যাটেলাইট ক্লিনিক ৮টি
ঘ) দাতব্য চিকিৎসালয় ১টি
৯) মোট প্রশিক্ষন প্রাপ্ত ধাত্রী ঃ ১০ জন।
১০) ডিপোহোল্ডার ঃ ৯ জন।
১১) মসজিদ ঃ ৪৫টি।
১২) ব্যাংক ঃ ৪ টি।
১৩) ডাকঘর ঃ ১ টি।
১৪) কৃষি অফিস ঃ ১ টি।
১৫) তহশীল অফিস ঃ ১ টি।
১৬) এন.জি.ও ঃ ৫ টি।
১৭) বাজার ঃ ১ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস